Breaking News
Home / Breaking News / মধুপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মধুপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আশরাফুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (১৭) নামে আরেক তরুন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুপুর সাগরদীঘি রোডে মোটেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঘাটাইল উপজেলার তালতলা নতুন বাজার এলাকার ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মেহেদী জানান, ঘাটাইল উপজেলার ওই এলাকায় পাঁচ মোটরসাইকেলে ১০ বন্ধু বেড়াতে যান। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মোটেরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত হন রাকিব। মধুপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

error: Content is protected !!

Powered by themekiller.com