Breaking News
Home / Breaking News / বর্ষার পর পদ্মা হয়ে উঠেছে ভয়ঙ্কর আগ্রাসী

বর্ষার পর পদ্মা হয়ে উঠেছে ভয়ঙ্কর আগ্রাসী

অনলাইন ডেস্ক : ভাঙন চলছিল বেশ কয়েক বছর ধরেই, এবার বর্ষার পর পদ্মা হয়ে উঠেছে ভয়ঙ্কর আগ্রাসী; গত দুই মাসে শরীয়তপুরের নড়িয়া উপজেলার অন্তত দুই বর্গকিলোমিটার এলাকা চলে গেছে নদীগর্ভে।

অব্যাহত ভাঙনে মানচিত্রের মুক্তারের চর, কেদারপুর ইউনিয়ন ও নড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এখন অস্তিত্বহীন প্রায়। নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা ইয়াসমিনের দেওয়া তথ্য অনুযায়ী, এসব এলাকার পাঁচ হাজারের মত পরিবার ভাঙনের কারণে বাস্তুহারা হয়ে পড়েছে।
মুলফতগঞ্জের আমিরজান বিবির বয়স ১০০ বছরের বেশি, স্বামী হারিয়েছেন পঁচিশ বছর আগে। স্বামীর রেখে যাওয়া ছোট্ট বসতবাড়িটিই ছিল তার একমাত্র সম্বল। পদ্মার পেটে সে বাড়িও চলে গেছে তিন দিন আগে। এখন তার যাওয়ার জায়গা নেই। বললেন, পদ্মার এমন ভয়াল রূপ এ জীবনে আর কখনও দেখেননি।

error: Content is protected !!

Powered by themekiller.com