Breaking News
Home / Breaking News / চাঁদপুরের এখলাস মোহনপুরে প্রকাশ্যেই চলছে ইলিশের বাজার

চাঁদপুরের এখলাস মোহনপুরে প্রকাশ্যেই চলছে ইলিশের বাজার

স্টাফ রির্পোটারঃ চাঁদপুরের মোহনপুর ইউনিয়নের বোড়চরে প্রতিদিন দুপুর ১২ টা থেকে সন্ধা পযন্তই চলে এই ইলিশের বাজার।গত ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পযন্ত সরকারি ভাবে মাছ ধরা নিষিদ্ধ, সরকার দিচ্ছেন ৩০ কেজি চাউল তার পরেও জেলেরা মানছে না এই নিষেধাজ্ঞা প্রতিদিনই ধরছেন মা ইলিশ সরে জমিনে গিয়ে জানা যায় জেলেরা পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার পর নিয়ে আসেন বোরোচর ঐ এলাকার বাসিন্দারা জানান সরকারী নিষেধাজ্ঞারর সময় এ বাজারটি হয়ে উঠে জম জমাট আসেন বিভিন্ন ক্রেতারা ,সাংবাদিকরা এলাকা বাসির কাছে জানতে চাইলে নাম বলতে অনইচ্ছুক এমন কয়েক জন জানান এখানে আসেন না ।কোনো প্রশাসনের লোক তারা আরো জানান বিভিন্ন সময় প্রশাসনকে ফোন করলেও আসার কথা বলে আসেন না মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল জানান এই ধরনের বেআইনি কাজের একচুল পরিমান চাড় দেওয়া হবে না। এ বিষয়ে মোহনপুর নৌ পাড়ির ইনর্চাজ নাছির উদ্দিনের সাথে ফোনে কথা হলে সাংবাদিকদের জানান পন্মা এবং মাওয়া থেকে কালিচক খাল ধরে মাছ গুলি ধরে এই বোড়চরে নিয়ে আসে। অনেক সময় জেলেরা আমাদের উপর আক্রমন করে। তিনি আরো বলেন আমরা বিভিন্ন সময় অভিযান করি আমাদের নিয়মিত টহল চলছে। অনেক জেলে আটক করে জেল হাজতে প্ররন করেছি,

Powered by themekiller.com