Breaking News
Home / Breaking News / আবরার ফাহাদের খুনিদের দ্রুত বিচারের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আবরার ফাহাদের খুনিদের দ্রুত বিচারের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ::
১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের। সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সহ-সভাপতি শাহীন হাসনাতের পরিচালনায় সিনিয়র সাংবাদিক মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, সিনিয়র সহসভাপতি নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, ডিইউজের জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা বলেন, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এই মেধাবি ছাত্র আবরার। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সে যে কথা বলেছে তা শুধু তার একারই কথা নয় বরং এই দাবি এদেশের ১৬ কোটি মানুষের। আবরারের মতো একজন মেধাবী ছাত্রকে এভাবে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় সারাদেশ স্তব্দ হয়ে গেছে। আবরার ফাহাদের খুনিদের দ্রুত বিচার কার্যকরি করতে হবে।

Powered by themekiller.com