Breaking News
Home / Breaking News / জামালপুরে শৈলেরকান্দা জয় বাংলা খ্যাত পীর সাহেবের ইন্তেকাল

জামালপুরে শৈলেরকান্দা জয় বাংলা খ্যাত পীর সাহেবের ইন্তেকাল

নিপুন জাকারিয়া :

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা সালামাবাদ দরবার শরীফের ফুরফুরে পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা সাইফুল মালেক পরলোক গমন করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়ী সালামাবাদ দরবার শরীফের তিনি ইহকালের জীবন সমাপ্তি টেনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ হাজার হাজার ভক্ত বিন্দু রেখে গেছেন । জামালপুর, ময়মনসিংহসহ সারা বাংলাদেশে মানুষের কাছে ফুরফুররা ও জয় বাংলা পীর হিসেবে খ্যাতি ছিল উনার৷

শনিবার বিকাল তিন ঘটিকার সময় সালামাবাদ দরবার শরীফের তার জানাযায় আশেকান, জাকেরান ও মুরিদীয়ানের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে,
লাখো মানুষের ঢল নামে। তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন সাবেক পাঠ ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনসহ স্থানীয় ও বিভিন্ন শ্রেনীর নেত্রীবৃন্দ ও সরকারী কর্মকতা বৃন্দ।

জানাযা পরিচালনা করেন পীর সাহেবের বড় ছেলে ছালাম-আবাদ ট্যাভেলস (H.L 1447) এর মালিক সৈয়দ আবু খালেদ মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় তিনি ঘোষনা করেন আমরা দুই ভাই ঐক্যবদ্ধ আছি, আমার ছোট ভাই আবু আহাম্মেদ মোহাম্মদ আইনুল নাইম এখন থেকে পীর হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন।

Powered by themekiller.com