Breaking News
Home / Breaking News / কচুয়ার গোহট গ্রামের দরিদ্র কালা মিয়ার দুঃখ দেখার কেউ নেই

কচুয়ার গোহট গ্রামের দরিদ্র কালা মিয়ার দুঃখ দেখার কেউ নেই

মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোহট গ্রামের হাজী বাড়ির পাশে খামার বাড়ির মৃত বাড়মিয়ার ছেলে কালামিয়া (কালা) ও তার পরিবারের দুঃখ দেখার কেউ নেই। ১ছেলে ১মেয়ে নিয়ে স্ত্রীসহ কলার ৪জনের সংসার। কালা বেছে থাকলেও বিভিন্ন রোগ-বিমার আক্রান্ত শক্তিসাধন না থাকায় কোনো কাজকর্ম করে সংসারে কারো জন্য জীবিকা নির্বাহ করতে পাচ্ছেনা। প্রায় ১৫/১৬ বছরের ছেলেটি রিক্সা চালায় এবং তার স্ত্রী প্রতিদিন গ্রামে ঘুরে ফিরে মানুষের টুকি-টাকী কাজকর্ম করে দিয়ে কোনো রকম পান্তাভাত বা মাঝে মধ্যে আলুর ভর্তা জুটিয়ে জীবিকা নির্বাহ করে আসছে।
এদিকে মাথা ঘুজানোর জন্য একটু ঠাঁই করে নিলেও বর্তমানে বসত ঘরটি জরাজীর্ন । ঘরের ভিতরে থাকার কষ্ট “আহ” ঘুমানোর জন্য ঠিকমতো একটি চকিও নেই। একটু ঝড় বৃষ্টি হলেই মরিচা পড়া টিনের চাউনির সুড়ুং এবং ভেলকি দিয়ে পানি পড়ায় তাদের দুঃখের কোনো অন্তঃনেই। যে, কোনো মহুর্তে একটু ভারী বাতাশে বসত ঘরটি উপড়ে ফেলতে পারে। কালামিয়া ও তার স্ত্রী এ প্রতিনিধিকে দেখে বাড়িতে নিয়ে অশ্রু ভরা চোখে তাদের এসব দুঃখের কথা বলেন এবং জরাজীর্ন বসত ঘরটি দেখান। চোখের জল ফেলে কালামিয়া জানান, ঘরটি মেরামতের জন্য কিছু টিন-কাঠ কেউ সাহায্য করলে কোনো রকম মাথা ঘুজিয়ে জীবন যাপন করতে পারতাম। সংশ্লিষ্ট সরকার, জনপ্রতিনিধি এবং কোনো দানশীল ব্যক্তি-বিশিষ্ট একটু সু-নজর দিলে হয়তো এ দরিদ্র কালামিয়া ও তার ৪সদস্যের পরিবারটি একটু মাথা ঘুজানোর আশ্রয় পেতো।

Powered by themekiller.com