Breaking News
Home / Breaking News / দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রফতানি করবে বাংলাদেশ

দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রফতানি করবে বাংলাদেশ

বাংলারমুখ ডেস্ক : শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিবেশী রাষ্ট্রের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে এই ইলিশ পাঠানো হচ্ছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।
বাণিজ্য সচিব জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশের একটি লট ভারতে যাবে। এ পরিমাণ আর বাড়বে না বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানো হয়েছিল। বাংলাদেশ থেকে বর্তমানে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। এই বছর বাংলাদেশে ৫ লাখ টনের বেশি ইলিশ উৎপাদনের সম্ভবনা রয়েছে।

Powered by themekiller.com