Breaking News
Home / Breaking News / হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর শপথ

হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর শপথ

আনোয়ার হোসেন মানিক ::
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
(২৩ সেপ্টেম্বর) সোমবার দুপুরে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজে মিলনায়তনে
সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিততে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে কলেজের সহস্রাধিক শিক্ষার্থী সুনাগরিক হিসেবে সমাজের দায়িত্ব পালনের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।

এরপূর্বে তিনি মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ, সামাজিক ব্যাভিচার, জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূলের লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

এসময়ে তিনি বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে সমাজ দ্রুত বদলে যাবে। সরকার সাধারণ মানুষের দৌড়গৌড়া সেবা পৌঁছে দিতে কাজ করছে। আগামীতে এই শিক্ষার্থীরাই সমাজের নেতৃত্ব দিবে।

তিনি আরো বলেন, সম্মিলিতভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে সকল অপরাধ প্রতিরোধে পুলিশকে যথাসময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

পরে সুু-নাগরিক হিসেবে দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি।

অনুষ্ঠানে কলেজের অধ্যাপক শাহজামাল, ফাতেমা আক্তার, হারুনুর রশিদ ইংরেজি বিভাগের লেকচারার আবু ইউসুফ মোহন গাজীসহ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com