Breaking News
Home / Breaking News / কচুয়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

কচুয়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী “ফলদ বৃক্ষ মেলা” ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে র‌্যালী ও ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে কর্মসুচি গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির/

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কৃষিবিদ কর্মকর্তা মোঃ আহসান হাবিব, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন, উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবু শিবু লাল সাহা, বন বিভাগ কর্মকর্তা আমিরুল হাসান, সমাজ-সেবা কর্মকর্তা মোঃ আক্তার উদ্দিন প্রধান ও গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সি। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধিজন। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কৃষক-কৃষানীদের মাঝে প্রায় ৫’শ বৃক্ষের চারা বিনা মুল্যে বিতরন করা হয়। তিন দিন ব্যাপী এ বৃক্ষ মেলা আগামী ২৫শে সেপ্টেম্বর সমাপ্তি হবে।

Powered by themekiller.com