Breaking News
Home / Breaking News / কক্সবাজারে সমুদ্রের উত্তাল ঢেউয়ে উতলা মন

কক্সবাজারে সমুদ্রের উত্তাল ঢেউয়ে উতলা মন

এইচ এম ফারুক ঃ
বিশাল সমুদ্রে যেন মিশেছে দূর আকাশের সীমানা। উত্তাল সমুদ্রে ঢেউয়ের পেছনে ফণা তুলে আসে ঢেউ। সাথে দুধ সাদা ফেনার উৎসব। বিরামহীন ঢেউয়ের নৃত্যে ঝংকার তুলে হুহু সুরের মূর্ছনা । সৈকতে আছড়ে পড়া সে ঢেউ পর্যটকদের পায়ে পরায় ফেনার নূপুর । সমূদ্রের মনভোলানো নানান রোমাঞ্চ মুহূর্তে ভুলিয়ে দেয় পর্যটকদের সব ক্লান্তি। শিস দিয়ে যেন আনাড়ি করে তুলে পর্যটকের মন। তাইতো দিন গড়াতেই তার বুকে জমে পর্যটকের উপচে পড়া ভীড়। বলছি কক্সবাজার সমুদ্র সৈকতের কথা। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের প্রধান পর্যটন স্পট এটি।
কক্সবাজার বেড়ানোর ইচ্ছা বহুদিনের। বাংলাদেশ জনপ্রিয় স্যাটেলাইট টিভি ” আনন্দ টিভি” প্রতিনিধি সম্মেলনে সাপোর্টে বেরিয়ে পড়ি ইচ্ছে পূরণে। ২০ সেপ্টেম্বর ঢাকা হজরত শাহাজালাল (র:) আন্তজাতিক বিমানবন্দরে থেকে দুপর ২.১৫ মিঃ বাংলাদেশ বিমানে কক্সবাজার অভিমুখে। বিকাল ৩.৫ মি :কক্সবাজার বিমানবন্দর এসে জেনো চোখেমুখে তখন কক্সবাজার ভ্রমণের তীব্র উত্তেজনা। সমান উত্তেজনা আমার পাশে বসা নাহিম নামে এক ভাই এর চোখে। তাইতো নানা গল্পে মেতেছি দু’জন। পাহাড়, নদী, ঘনজঙ্গল, শহরের কোলাহল আর খোলা প্রান্তরের প্রদর্শনী নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি কক্সবাজার সমুদ্র পাড়ে নিয়ে যতো গল্প। ঐ দিনেই সন্ধায় লবনী বীচে আনন্দ টিভি’র সারাদেশ থেকে আশা প্রতিনিধি সম্মেলনে ও সাংস্কৃতিক সন্ধা।

আনন্দ টিভি অনুষ্টান শেষে একটানা ভ্রমনের ক্লান্তি ভর করেছে। তাই চোখ কচলাতে কচলাতে বিশ্রামের জন্য হোটেলে গ্রীন রির্সোটে । মোটামোটি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে আমার চোখে কিছুতেই ঘুম আসছেনা। কেননা স্টেন্ড থেকে সমুদ্রের যে গর্জন শোনা গিয়েছিল সে গর্জন কানে ভাসছে বারবার। তাই রাতে বিস্রাম নিয়ে সকালে ছুটে চলি সমুদ্র পানে। নগ্ন পায়ে সৈকতের নরম বালুচরে দাঁড়াতেই সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে ধুয়ে নিয়ে যায় সমূদ্রের উচ্ছ্বাস। রাতের সমূদ্র একেবারে অন্যরকম। ব্যস্ত নগরীর ক্লান্ত নাগরীকের নাক ডাকা সুরে যেন ঘুমিয়ে যায় পুরো পৃথিবী। কিন্তু সদা জাগ্রত সমূদ্রের উত্থাল ঢেউয়ে যেন উতলা করে তুলে আমার মন । এ দৃশ্য অসাধারন । রাতকে বিদায় দিতে সমূদ্র বুকে জোয়ার এসে যেন চলে ভোরের আমন্ত্রণ। আকাশে আলো ফোঁটলে চোখে ধরা দেয় বালুচরে লাল কাঁকড়ার লুকুচুরি খেলা। ছড়িয়ে-ছিটিয়ে পড়া নানা রঙ্গের শামুক-ঝিনুক।
সকালে কিছু সময়ের জন্য বিশ্রামে চলে যাই। চোখে ঘুমের হাল্কা পরশ এলেও যেন জেগে থাকে মন। সকাল উখিয়া মধুছঁড়ির রোহিঙ্গাদের ক্যাম্প দেখতে চলে যাই সেখানে। আমার সাথে ছিলো আনন্দ টিভির সাতক্ষিরা জেলা প্রতিনিধি হাসেসুনুর রহমান ও আশাশনি উপজেলা প্রতিনিধি জাকির। ২২ সেপ্টেম্বর সকাল ৮টা বাজতেই গোসলের প্রস্তুতি সেরে ছুটে চলি সমুদ্র-রোমঞ্চে । ঢেউয়ে পিঠ ঠেকিয়ে উপুড় হয়ে পড়া, ঢেউয়ে ভেসে কিংবা লাফ দিয়ে শূন্যে উঠে ঢেউয়ের সাথে পাল্লা দেওয়ার সে এক অসাধারণ মুহূর্ত। যেন ফিরে যাই শৈশবে। ঢেউয়ের সাথে চলে অবিরাম ছেলেখেলা। চলে ওয়াটার বাইক, মোটর বাইক, সার্ফিংয়ের এডভেঞ্চার । ছাতার নিচে বসে এ দৃশ্য উপভোগের স্বাদ একেবারে ভিন্ন। বিচে ছাতায় বসে, পাড়ে দাড়িয়ে কিংবা সমুদ্র ঢেউয়ে ভিজে জুবুথুবু হয়ে চলে ক্লিক ক্লিক ছবি তোলার ধুম। ভ্রমণের এ সেরা সময়টুকু হয় ক্যামেরাবন্দি। কলাতলি, সুগন্ধা, লাবনী বিচ সহ আরো কয়টি বিচ, ঢেউ আর গর্জন মিলে সমুদ্র সাজিয়ে বসেছে রোমাঞ্চিত সৌন্দর্যের পসরা। এ যেন মনোমুগ্ধকর এক ভিন্ন জগত।
শেষ বিকেলে আসে জোয়ার, পৃথিবীর বুকটাকে লালা রঙ্গে সাজিয়ে লাল থালার মতো সূূর্য ঢুবে পশ্চিম সমুদ্রে । দিনের ক্লান্তিতে বিদায় হয় ঢেউয়ের সাথে পাঞ্জা লড়ার রোমাঞ্চ।
কিন্তু সমুদ্র প্রেম যেন পিছু টানে মন । দু-রাতের ঘুমহীন চোখে আসে গাড় ঘুমের আবেশ । ঘুমের ঘোরে গাড়ির শাঁশাঁ শব্দকে মনে হয়ে হুহু ঢেউয়ের সুর, হাল্কা ঝাকুনিতে মনে হয়ে আঁছড়ে পড়া ঢেউ। গাড়ির সাথে মনে হয় ছুটে আসছে সমূদ্র । এ যেন সমূদ্রের সাথে গভির প্রেম ।

নোটঃ
যারা কক্সবাজার যেতে চান অবশ্যই বন্ধুবান্ধব বা পরিবারের সাথে বেড়াতে যাবেন। কারন একা আর আহাম্মকে সমান। একা গেলে কোন মজাই পাবেন না । আপনার গন্তব্যস্থল থেকে পরিবহন খরচ চাহিদামতো হোটেল ভাড়া ও খাওয়া এবং অন্যান্য খরচের হিসেব করে প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকাও সাথে রাখুন। সমূদ্র স্নানের পর শরীর আঁঠালো হয়ে যায় তাই এ আঁটালো ভাব দূর করতে কলের পানিতে গোসল করুন।
সতর্কতাঃ
সামান্য অসতর্কতায় প্রতি বছর অনেক পর্যটক সমুদ্রে গোসল করতে নেমে প্রানহানির শিকার হচ্ছে। তাই এ ব্যাপারে সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। ভাটার সময় গোসল না করাই শ্রেয়। ভাটা ও জোয়ারের সময় অনুযায়ী সৈকতে লাল ও সবুজ পতাকা উত্তোলন করা হয়। যখন সবুজ পতাকা উত্তোলন করা হবে তখন গোসল করা নিরাপদ। আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। লাইফ গার্ডের কথা

Powered by themekiller.com