Breaking News
Home / Breaking News / নাফনদী থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নাফনদী থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ
টেকনাফের জইল্যারদ্বীপ এলাকা থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বজিবি। তবে এর সাথে কাউকে আটক করা সম্ভব
হয়নি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বজিবি এই ইয়াবা উদ্ধার করে বলে নিশ্চিত করেন টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
এদিকে চলমান মাদক বিরোধী অভিযান এবং বন্দুকযুদ্ধের মধ্যেও অভিনব কায়দায় মাদকের চালান অনুপ্রবেশ অব্যাহত থাকায় নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
জানাগেছে, টেকনাফ-২ বিজিব ব্যাটালিয়ানের দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিন নৌকা নিয়ে নাফ নদীতে টহলে যান।
জইল্যারদ্বীপের উত্তর-পূর্ব পাশ দিয়ে ২/৩ জন ব্যক্তি ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা ইয়াবার চালান ফেলে জইল্যার দ্বীপের জঙ্গলে পালিয়ে যায়।
ঘটনাস্থল তল্লাশী করে একটি ইয়াবা ভর্তি ব্যাগ পাওয়া যায়। তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

Powered by themekiller.com