Breaking News
Home / Breaking News / মতলব উত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

মতলব উত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

এইচ এম ফারুক ::
চাঁদপুরের মতলব উত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ-১৭) ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল।
ফাইনাল ম্যাচে ষাটনল ইউনিয়ন বনাম এখলাছপুর ইউনিয়ন অংশ গ্রহন করে। ২-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ষাটনল ইউনিয়ন। রানার্সআপ হয়েছে এখলাছপুর ইউনিয়ন। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ।

জাতিরাষ্ট্র জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ-১৭) ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০১৯ খেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শারমিন আক্তারের সভাপিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খেলার পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এ সসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, মতলব উত্তর থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ন -সাধারন সম্পাদক গাজী আইয়ুব আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, পৌর আওয়ামীলীর সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, কাইয়ুম চৌধুরী, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, যুবলীগের নেতা ও ক্রীয়া সংগঠক কাজী হাবিবুর রহমান, গজরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, উপজেলা ছাত্রলীগ নেতা মিরাজ খালিদ’সহ দলীয় নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল আমিন রুহুল বলেন, উন্নত জীবন গড়তে হলে খেলাধুলা অন্যতম হাতিয়ার। শেখ হাসিনার সরকার ক্রীড়ামোদি সরকার। তৃণমুল পর্যায়ে থেকে ভাল খেলোয়াড় তৈরি করতে এই টুর্ণামেন্টের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Powered by themekiller.com