Breaking News
Home / Breaking News / ১১তম চতুরঙ্গ ইলিশ উৎসবের প্রস্তুতিমূলক সভা

১১তম চতুরঙ্গ ইলিশ উৎসবের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রি‌পোর্টার:: চাঁদপুরে জেগে উঠো মাটির টানে এই শ্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে প্রান ফ্রুটিক্স ১১তম ইলিশ উৎসব। এ উপলক্ষে উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ইলিশ উৎসবের রূপকার ও ইলিশ উৎসবের রূপকার মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব মো: ইয়াহিয়া কিরন, বিশিষ্ট কন্ঠ শিল্পী ও উৎসবের উদযাপন পরিষদ কমিটির সদস্য ইতু চক্রবর্তী, জেলা মৎস্যজীবি সমিতির সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, বি‌ডি কা‌রেন্ট নিউজের প্র‌তিষ্ঠাতা ও সম্পাদক শেখ মহ‌সিন, স্বপ্নকুড়ি সংগঠনের সাধারন সম্পাদক মিজান লিটন, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, নৃত্যধারার প্রশিক্ষক সোমা দাত্ত, গীটার প্রশিক্ষক দিলীপ ঘোষ, সাংবাদিক অভিজিত রায়, রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক বাপ্পি চৌধুরী প্রমূখ।

এসময় উৎস‌বের সা‌থে সংম্পৃক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com