Breaking News
Home / Breaking News / কচুয়ায় ৮ মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধুকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

কচুয়ায় ৮ মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধুকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়ায় ৮ মাসের এক অন্তঃস্বত্তা গৃহবধুকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের সৌদি প্রবাসী কামালের স্ত্রী মুন্নি (২৫) কচুয়া পৌরসভাধীন পলাশপুরের মাতৃছায়া নীড়ের মাহবুবের বাড়ির তৃতীয় তলায় ফ্লাট ভাড়া করে একা বসবাস করছিল। শনিবার রাত আনুমানিক ১ টায় মুন্নির প্রসব ব্যাথা শুরু হলে সে তার প্রবাসী স্বামীকে বিষয়টি মুঠোফোনে জানায়। রবিবার (৮সেপ্টেম্বর) সকালে মুন্নির বোন তাহমিনাসহ পরিবারের লোকজন মুন্নির বাসায় এসে বাহির থেকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে মুন্নিকে পাওয়া যায়নি । এসময় ঘরের মেঝে ও বাথরুমে রক্ত দেখতে পায়। বাসার আসবাবপত্র এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখা যায়। মুন্নির ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এবং তাকে আশেপাশের সকল ক্লিনিক ও হাসপাতালে খুঁজেও পাওয়া যায়নি। পাশের ফ্লাটের লোকজনও তার নিখোঁজের বিষয়ে কিছু বলতে পারছেনা।সংবাদ পেয়ে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ রাসেল ও কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ (অলি) সঙ্গীয় ফোর্স নিয়ে অন্তঃস্বত্তার বাসা পরিদর্শন করেন এবং রক্তসহ আলামত জব্দ করেন। এসময় পুলিশ মুন্নির পাশের ফ্লাটের লোকজন ও বাড়ির মালিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে । সন্ধ্যায় পুলিশ জানতে পারে মুন্নি বেলা ২টা পর্যন্ত পলাশপুর এলাকার শহনেয়ামতশাহ রোডের মমিন মিয়ার বাসায় অবস্থান করে। এ ঘটনায় মমিন মিয়জী,বাড়ির মালিক মাহবুবের স্ত্রী ,মুন্নির বোন তাহমিনাকে জিজ্ঞাসাবাদ করেছে।

Powered by themekiller.com