Breaking News

আনোয়ার হোসেন মানিক ::
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদক ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা কালীন সময়ে গত মঙ্গলবার (২৭ আগষ্ট) মধ্যরাতে হাজীগঞ্জ উপজেলার ফারার সার্ভিসের পিছনের গলিতে একদল অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

মাদক ব্যবসায়ীরা পুলিশের ধাওয়া খেয়ে হাতে থাকা একটি শপিং ব্যাগ পাশেই ছুড়ে মেরে ফেলে দেয়।
হাজীগঞ্জ থানার এসআই বেলাল হোসের, এএসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্যাগটি উদ্ধার করে পথচারি সাক্ষী ও সাংবাদিকদের উপস্থিতিতে উদ্ধারকৃত ব্যাগটি তল্লাশি করে ৩৯০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৮৫০০০ টাকা উদ্ধার করেন।

পরবর্তীতে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি’র নির্দেশে এসআই বেলাল নগদ ৮৫০০০ টাকা ও ৩৯০ পিছ ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

মাদকের সাথে মাদক বিক্রির টাকা চাইলেই পুলিশ আত্মসাৎ করতে পারতো, কিন্তু ওসি আলমগীর হোসেন রনি তাৎক্ষনিক উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে আইনানুগ ব্যবস্থা নেন।

টাকার প্রতি অতি লোভ থাকলে পুলিশ মাদক বিক্রির টাকা জব্দ জব্দ করত না।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান,মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে, মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স।

Powered by themekiller.com