Breaking News
Home / Breaking News / অনুপ্রবেশকারী হিসেবে কোনো বাংলাদেশিকে চিহ্নিত করেনি ভারত’

অনুপ্রবেশকারী হিসেবে কোনো বাংলাদেশিকে চিহ্নিত করেনি ভারত’

প্রতিনিধি ঢাকা :
আসামের নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে-এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক পরিবহনের নতুন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

কাদের বলেন: অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশি কোনো তালিকাও ভারত করেছে বলে জানা নেই। যদি এমন কিছু হয়েও থাকে, তবে অবশ্যই আমরা আলোচনা করব। আমাদের এখানে ভারতীয় হাইকমিশনার আছে; তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে এমন কিছু জানাতে পারেননি।

ভারতে জুলাই মাসের শেষে আসামের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি)-র যে দ্বিতীয় খসড়া প্রকাশিত হয়েছে, তা থেকে রাজ্যের প্রায় ৪০ লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছে।

সরকার যদিও বলছে, এরা সবাই আবার আপিল করার বা নথিপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। তারপরেও যদি এনআরসি-তে তাদের নাম না-ওঠে, তাহলেও তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে বা শেষ পর্যন্ত হাইকোর্টে যাওয়ার অবকাশ থাকবে।

কিন্তু এই সব প্রক্রিয়ার শেষেও আসামের বেশ কয়েক লক্ষ লোক অবৈধ বিদেশি হিসেবেই চিহ্নিত হবেন বলে ধরে নেয়া হচ্ছে।

Powered by themekiller.com