Breaking News
Home / Breaking News / ভারতে ২ বছর কারা ভোগ শেষে দেশে ফিরল ২ তরুনী

ভারতে ২ বছর কারা ভোগ শেষে দেশে ফিরল ২ তরুনী

এম ওসমান, যশোর : অবৈধ পথে ভারতে পাচার হওয়ার পর দুই বছর জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল দুই তরুনী।
বুধবার (২৮ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা তরুনীরা হলো, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাগরিকা (১৬) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বেনীডাঙ্গা গ্রামের হেলাল মাতব্বরের মেয়ে লামিয়া (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত মাসুম বিল্লাহ বলেন, ভালো কাজের আশায় দুই বছর আগে তারা ভারতে পাচার হয়। এরপর তাদের সে দেশের পুলিশ আটক করে কলকতার সুকন্যা নামে একটি শেল্টার হোমে রাখে। তারপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায় বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠায়।

যশোর মহিলা আইনজীবি সমিতির নাছিমা খাতুন বলেন, ফেরত আসাদের ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে তাদের তত্বাবধানে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে তারপর তাদের হাতে তুলে দেওয়া হবে। #

Powered by themekiller.com