Breaking News
Home / Breaking News / চান্দেরহাওড়ায় ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

চান্দেরহাওড়ায় ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিবেদক ॥
জামালপুর সদর উপজেলার ১৩নং মেস্টা ইউনিয়নের চান্দের হাওড়ায় ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে।
চান্দের হাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা গেল বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিই চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দের যাতায়াতের একমাত্র পথ। এ পথটির গুরুত্ব বিবেচনায় এলাকার জনহিতৈষী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হাসান বিদ্যুৎ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজে হাত দেন। গতকাল এ রাস্তাটির সংস্কার কাজে তার সাথে ছিলেন, ১৩নং মেস্টা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ রঞ্জু আহমেদ টিকাদার, অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ হাতেম আলী টিকাদার, মোঃ ফজলুল হক টিকাদার, মোঃ তোতা টিকাদার, মোঃ রুবেল টিকাদার, মোঃ জয়নাল আবেদীন টিকাদার, মোঃ নাজিম উদ্দিন টিকাদার, মোঃ দেলোয়ার হোসেন টিকাদার, মোঃ মাজহারুল ইসলাম লিটন টিকাদার, মোঃ মন্দির টিকাদার, মোঃ বহুল টিকাদার, মোঃ নাজমুল কবির মিন্টু টিকাদার, মোঃ আশরাফুল ইসলাম মাস্টার টিকাদার, মোঃ গোলাম মোস্তফা টিকাদার, মোঃ রহিম উদ্দিন টিকাদার, মোঃ শহীদুল ইসলাম টিকাদার, মোঃ জবেদ আলী টিকাদার, মোঃ হুমায়ূন আহমেদ টিকাদারসহ টিকাদার বন্ধু বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এসময় এলাকার উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনতার উদ্দেশ্যে জনহিতৈষী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বদরুল হাসান বিদ্যুৎ বলেন, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে গর্ববোধ করি। এই এলাকার যে কোন সমস্যাকে আমি আমার নিজের সমস্যা মনে করি। আমি সবসময় চেষ্টা করি সমস্যাগুলিকে সমাধানে নিজেকে সম্পৃক্ত করতে। কিন্তু শতচেষ্টাতেও সব সময় সুযোগ হয়ে ওঠে না। আর যখনই সুযোগ হয় আমি পিছপা হইনা ভবিষ্যতেও হব না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমৃত্যু আমার সর্বশক্তি দিয়ে আপনাদের সেবা করে যেতে পারি, সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে পারি।

Powered by themekiller.com