Breaking News
Home / Breaking News / নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দু’জন একই গ্রামের আদম হোসেনের ছেলে নাইম (৯) ও তার খালাতো বোন রাজশাহী শহরের বেলদারপাড়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে আফিয়া (৭)। আফিয়া বেড়ানোর জন্য নানার বাড়ি এসেছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নাইম ও তার খালাতো বোন আফিয়া বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে হাকিম চেয়ারম্যানের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।

পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।

error: Content is protected !!

Powered by themekiller.com