Breaking News
Home / Breaking News / পল্লীমঙ্গল উবিতে ব্র্যাকের মেজনিন প্রকল্পের সভা

পল্লীমঙ্গল উবিতে ব্র্যাকের মেজনিন প্রকল্পের সভা

এমরান হোসেন রাজনঃ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্প ওয়াচ গ্রুপ কমিটির সভা গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে ও ব্র্যাক মেজনিন জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট মোঃ আফসার উদ্দিনের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট দেবাশীষ হাওলাদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আয়েশা আক্তার, অভিভাবক সদস্য মোঃ শাহাজাহান সরকার, ডাঃ মোঃ বশির আহম্মেদ, মৈশাদী মডেল একাডেমী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফারহানা ইভা, সাংস্কৃতিক কর্মী সুমন কুমার দত্ত, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আবু নাছের, এসএমসি সদস্য নাজমা বেগম ও এস ডব্লিউ জি সদস্য মেহেজাদ আফরিন।

সভায় যৌন হয়রানির প্রভাব, বিদ্যমান আইন পরিসসংখ্যান, হাইকোর্টের রায়, প্রতিকার প্রতিরোধে করনীয় এবং মেজনিন কর্মসূচি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Powered by themekiller.com