Breaking News
Home / Breaking News / রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতায় বাংলাদেশকে দোষ দিলেন সু চি

রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতায় বাংলাদেশকে দোষ দিলেন সু চি

অনলাইন ডেস্ক :
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে ব্যর্থতার জন্য বাংলাদেশকে দায়ী করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

বিবিসি বাংলার এক খবরে প্রকাশ, ভিয়েতনামের হ্যানয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে তিনি বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হলেও জানুয়ারিতে এই প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ প্রস্তুত ছিল না।

গত বছরের অগাস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গারা সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের অভিযোগ তোলে।

চলতি বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের একটি সমঝোতা হলেও এ বিষয়ে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের বক্তব্য, মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। এক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি বলেও বলেছেন কর্মকর্তারা।

দীর্ঘদিন ব্যাপি এই বিষয়ে একেবারে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন শান্তিতে নোবেলজয়ী এই মিয়ানমারের নেত্রী।

error: Content is protected !!

Powered by themekiller.com