Breaking News
Home / Breaking News / পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের চাঁদপুর নদী ভাঙ্গণ এলাকা প‌রিদর্শন

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের চাঁদপুর নদী ভাঙ্গণ এলাকা প‌রিদর্শন

অ‌ভি‌জিত রায় ।।
আগে-ভাগে খাল খনন কর্মসূচি হাতে নেয়ায় দেশে এবার বন্যা ও নদীভাঙনের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।
তিনি বলেন, দেশে ২০২০ সালে ৪৪৮টি খাল খনন কাজ শেষ হবে। ইতোমধ্যে এ কাজের অর্ধেক সম্পন্ন হয়েছে।
মন্ত্রী বুধবার (৭ অাগষ্ট) দুপুরে পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীর ভাঙন স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, এবার যেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে খাল খনন কার্যক্রম তাকে অনেক সহায়ক ভূমিকা রেখেছে। খাল খনন চলমান থাকায় ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। এরপর যেই ক্ষয়ক্ষতি হয়েছে তা সকলে মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, আগে বাংলাদেশে নদীভাঙন দেখা দিলে পানি সম্পদ মন্ত্রণালয় সেভাবে কাজ করতে পারতো না, কিন্তু এখন তা হচ্ছে না। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক উন্নতি হয়েছে এবং আমরা এখন স্বাবলম্বী হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান।

Powered by themekiller.com