Breaking News
Home / Breaking News / “স্বপ্ন ভঙ্গ” লেখকঃ- মহসিন ভূঁইয়া

“স্বপ্ন ভঙ্গ” লেখকঃ- মহসিন ভূঁইয়া

“স্বপ্ন ভঙ্গ”
লেখকঃ- মহসিন ভূঁইয়া

কোন এক শরতের স্নিগ্ধ জোৎস্নারাতে,
স্মৃতি হাতড়ানো আলোকিত মেঘনা পাড়ে
বসে আছি ঠায়,
তোমাকে ভেবে ভেবে কখন,
রাত্রিরা হারিয়ে যায়।।

ভাবনারা ভীড় করে তখন
কোন এক দূর অতীতে
স্মৃতিরা ঝাপটে ধরে
শুধু আমায় কাঁদাতে।।

হঠাৎ জেগে উঠি
আবছা ঘুমের ঘোরে,
তুমি এলে বুঝি এই
আমারই মনের দূয়ারে।।

স্নিগ্ধ চাঁদের আলোয়
মেঘনার বুকে এক চিলতে হাসি,
কোন এক অজানা মাঝি গান গেয়ে যায়
আমি তোমায় কতো ভালোবাসি।।

স্বপ্নে বিভোর আমি তখন
হঠাৎ নিদ্রা কেটে যায়,
চোখ মেলে তাকিয়ে দেখি
হয়তো অচেনা কোন এক গাঁয়।।

এভাবেই সাঙ্গ হলো মোর রাত
সাঙ্গ হলো কতো স্বপ্ন,
তুমি আর কভু হবেনা আমার
ভেবে মন হলো চূর্ণ।।

Powered by themekiller.com