Breaking News
Home / Breaking News / চাঁদপুর নয় ভাটি অঞ্চলের ইলিশে মাছ ঘাট মুখরিত

চাঁদপুর নয় ভাটি অঞ্চলের ইলিশে মাছ ঘাট মুখরিত

এম.আর হারুনঃ চাঁদপুরের মেঘনা ও শরীয়তপুরের পদ্মায় ইলিশের দেখা মিলছে না। চাঁদপুরের বড় ষ্টশনের মাছ ঘাটের আড়তে তোলা হচ্ছে ভাটি অঞ্চলের ইলিশে সয়লাব হচ্ছে। তবে ইলিশের দাম কমছে না। বিশেষ করে ইলিশের বাড়ি চাঁদপুরের মেঘনায় রসালু ইলিশ ধরা না পড়লেও চাঁদপুরের শতাধীক ইলিশ জেলে ভয়াল সাগরে ইলিশ আহরন করে চাঁদপুরের আড়ৎ গুলোতে তুলে দিচ্ছে। তবে আশানুরূপ দাম না পাওয়ায় জেলেরা হতাশ হচ্ছে। চাঁদপুর মাছ ঘাটে ইলিশের সয়লাবে লোকারন্যে হাকডাক শুরু হয়ে গেছে, দীর্ঘ দিনের বেকারত্ব ঘুছতে শুরু করেছে। দিনে ১০/১২টি ইলিশবাহী টলার চাঁদপুর ঘাটে পৌছে ইলিশ দাদনদারের হাতে তুলে দিয়ে নগত অর্থ নিয়ে জীবনের ঝুকি নিয়ে আবারো সাগরে পাড়ি জমাচ্ছে। পরিবার পরিজনের মুখে একটু হাসি ফুটাতে উত্তাল সাগরে জেলেরা পাড়ি জমিয়ে থাকে। গত কয়েক দিনে শতাধিক মন বিভিন্ন সাইজের ইলিশ চাঁদপুর ঘাটে এসে পৌছে বিকিকিনি করতে দেখা গেছে। তবে বর্তমান সময়ে ১ কেজি ওজনের দাম ১২শ’ থেকে ১৪শ’ টাকায় বিকিকিনি হচ্ছে। তবে ১ কেজি ওজনের নীচে যে সব ইলিশ আসছে তা চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলে বিকিকিনি করা হচ্ছে। তবে ১ কেজি ওজনের বা তার অধিক ইলিশ ফিস কোল্ড ষ্টোরে সংরক্ষন করা হয়। এসব ইলিশ বেশি দাম হলেও চাঁদপুরের মানুষের কপালে জুটছে না। কিন্তু ইলিশ ব্যবসায়ীরা মৌসুম শেষে ভারতসহ বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। আড়ৎদাররা জেলেদের মোটা অংকের দাদন দিয়ে বড় সাইজের ইলিশ গুলো স্বল্প মুল্যে কিনে তা মৌসুম শেষেই বিদেশে রপ্তানী করছে। তবে আগামী পুর্নিমায় চাঁদপুরের মেঘনা ও শরীয়তপুরের পদ্মায় অধিক পরিমানের পরিপক্ক ইলিশ শিকারের আশায় রয়েছে চাঁদপুরের জেলেরা। চাহিদা সম্পন্ন ইলিশ ধরা পড়লেই জেলেদের মুখে হাসি ফুটে আসার সম্ভাবনা রয়েছে।

Powered by themekiller.com