অনলাইন ডেস্ক :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের সন্ত্রাস দমনবিষয়ক বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো একটি খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে বঙ্গবন্ধুর উদ্দেশে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় ও উসকানিমূলক পোস্ট দেওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় ফুয়াদ জামানের বিরুদ্ধে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সাত দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার ফুয়াদ জামানকে আদালতে পাঠানো হয়েছে।
২০১০ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী ফুয়াদ জামান।