Breaking News
Home / Breaking News / ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগে মোঃ আব্দুল্লাহ আল নোমান ওরফে হিমেল (২৩)’কে আটক

ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগে মোঃ আব্দুল্লাহ আল নোমান ওরফে হিমেল (২৩)’কে আটক

স্টাফ রিপোর্টার: র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর এর আওতাধীন এলাকায় গুজব সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাবের এক বিশেষ অভিযানে ৩১ জুলাই (বুধবার) ২ ঘটিকার সময় ফেসবুকে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের অভিযোগে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন বাঞ্চানগর এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ আল নোমান ওরফে হিমেল (২৩)’কে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান ওরফে হিমেল (২৩), পিতাঃ বেলায়েত হোসেন মানিক এর বাড়ি লক্ষ্মীপুর সদর থানাধীন বাঞ্চানগর এলাকায়। দীর্ঘদিন যাবৎ সে মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছে। তার ব্যবহৃত “আব্দুল্লাহ আল নোমান হিমেল’’ নামের ফেসবুক পেইজ থেকে মাননীয় প্রধান মন্ত্রীর নামে মিথ্যা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। এ ছাড়াও সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের উস্কানিমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে জনমনে আতংক ও আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপতৎপরতা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Powered by themekiller.com