Breaking News
Home / Breaking News / কিশোরগঞ্জে যানযট নিরসনে ডিভাইডার স্থাপন করা হয়েছে

কিশোরগঞ্জে যানযট নিরসনে ডিভাইডার স্থাপন করা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ শহরের যানজট ও সড়ক নিরাপত্তায় রোড ডিভাইডার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের গাইটাল বটতলা মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত, সহযোগিতা প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার এস এম আবু হাসান প্রমুখ।

জেলা পুলিশ ও কিশোরগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় এ কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলা শহরের যানজট ও সড়ক নিরাপত্তায় এর পরিধি বাড়ানো হবে।

error: Content is protected !!

Powered by themekiller.com