Breaking News
Home / Breaking News / ট্রেনযাত্রার পর এবার আওয়ামী লীগের লঞ্চযাত্রা

ট্রেনযাত্রার পর এবার আওয়ামী লীগের লঞ্চযাত্রা

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যকে সামনে রেখে ট্রেনযাত্রার পর বৃহস্পতিবার হচ্ছে লঞ্চযাত্রা।

প্রাক-নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিন্নধর্মী এসব কর্মসূচিতে নির্বাচনের আগে তৃণমূল আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হবে বলে দলের নেতারা আশা করছেন।

নির্বাচনকে সামনে রেখে শনিবার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ট্রেন যাত্রার মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সাংগঠনিক প্রচারণা। আওয়ামী লীগ নেতাদের দাবি, এ যাত্রায় তৃণমূলের প্রায় ১০ লাখ মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ছাড়াও নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলকে প্রয়োজনীয় দিকনিদের্শনা দেয়া সম্ভব হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে বরিশালের উদ্দেশে নির্বাচনী সফর করবে আওয়ামী লীগ।

এরপর সড়ক পথে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ যাবেন দলের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের আগ পর্যন্ত দেশব্যাপী প্রচারণা অব্যাহত রাখার পরিকল্পনা আওয়ামী লীগ নিয়েছে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

দলটির নীতিনির্ধারণী মহল বলছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার পাশাপাশি নির্বাচনের আগে দলীয় কোন্দল মিটিয়ে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নিদের্শনা দেয়া হবে সাংগঠনিক এসব সফরে।

Powered by themekiller.com