Breaking News
Home / Breaking News / পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে তৃণমূল বিএনপি

পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে তৃণমূল বিএনপি

অনলাইন ডেস্ক :
পরিস্থিতি যাই হোক, তা মোকাবেলা করে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিচ্ছে বিএনপির তৃণমূল। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠকে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক এমপিরাও একইরকম মত দিয়েছেন। তৃণমূলের মনোভাবকে গুরুত্ব দিয়ে সিনিয়র নেতারা বলছেন, নেতাকর্মীদের মধ্যে কোনো সংশয় বা দ্বন্দ্ব নেই। তবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তাদের।

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে তৃণমূলসহ বিভিন্ন পর্যায় থেকে ধারাবাহিকভাবে মতামত নিচ্ছে কেন্দ্রীয় বিএনপি। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দু’ভাবেই নেয়া হচ্ছে তাদের মতামত। কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপিরা ছাড়াও সহযোগী ও অঙ্গ সংগঠন এবং বিএনপিমনা সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও বুদ্ধিজীবীদের মতামতও নেয়া হচ্ছে। নির্বাচনের ব্যাপারে তারা সবাই ইতিবাচক।

তবে যে নির্বাচনী পরিবেশ প্রয়োজন সেটা নেই দাবি করে কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করছে না।

বিএনপি চেয়ারপার্সন ও তারেক জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে নেতারা বলেছেন, বেগম জিয়া মুক্তি পেলে তিনিই পরবর্তী দিকনির্দেশনা দেবেন।

স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলক ইভিএম ব্যবহার করার পক্ষে থাকলেও জাতীয় নির্বাচনে এর বিরোধী বিএনপিরা।

Powered by themekiller.com