Breaking News
Home / Breaking News / যোগত্যাই আলোর পথ খুঁজে নেয় ডা. দীপু মনি এমপি

যোগত্যাই আলোর পথ খুঁজে নেয় ডা. দীপু মনি এমপি

বিশেষ প্রতিবেদন #
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক বাবার সন্তান,ডা.দীপু মনি বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক।
শিক্ষাগত যোগ্যতা : এম বি বি এস ( ডিএমসি) , এল এল বি ( এন ইউ) পি এইচ ( জন্স হপকিন্স) দ্বন্দ নিরসন , মধ্যস্থতা ও সমঝোতা বিষয়ে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন।
পেশাগতভাবে তিনি রাজনীতিবিদ , আইনজীবী , জনস্বাস্থ্য পেশাজীবী ও চিকিৎসক।
রাজনৈতিক যোগ্যতা : সাবেক পররাষ্ট্র মন্ত্রী , গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংসদ সদস্য (২৬২) , চাঁদপুর -৩ , সভাপতি : পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি,বাংলাদেশ জাতীয় সংসদ।
সদস্য : প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
সদস্য : স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ড। বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত।
তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
সাংগঠনিক দক্ষতা :
চেয়ারপার্সন , আইপিইউ ফোরাম অব উইমেন পার্লামেন্টেরিয়ান্স।
সিনেট সদস্য , ঢাকা বিশ্ববিদ্যালয়।
চেয়ারপার্সন , বোড অব ট্রাস্টি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন , চট্টগ্রাম।
ডা. দীপু মনি প্রতিনিধিত্বমূলক রাজনীতি এবং নীতি নির্ধারনী প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ততায় একনিষ্ঠভাবে বিশ্বাসী।
আওয়ামী লীগের নারী কর্মীদের প্রশিক্ষণ কাযক্রমের উদ্যোক্তা ও মাস্টার ট্রেনার।
ডিএমসি এর সন্ধানীর প্রাক্তন সাধারণ সম্পাদক ও সভাপতি।
আসুন সচেতন হই আমরা! সচেতন করি চাঁদপুর ৩ আসনের
জনসাধারনকে।

“”লেখাটি, চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি,মাহবুব রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে নেওয়া।””

Powered by themekiller.com