Breaking News
Home / Breaking News / আগামীকাল সরাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আগামীকাল সরাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

এইচ এম ফারুক ::

সারাদেশে দুই কোটি ২০ লাখ শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আগামীকাল শনিবার। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব টিকাদান কেন্দ্র খোলা থাকবে। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণ বা মনিটরিং করার জন্য এদিন সব উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোলরুম খোলা থাকবে।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলাকালে যাতে কোনো কুচক্রী মহল নেতিবাচক প্রচারের মাধ্যমে কার্যক্রম ব্যাহত করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, এবার ভিটামিন-এ ক্যাপসুলের মানের বিষয়ে কোনো অভিযোগ পাবেন না। একাধিকবার ল্যাব টেস্ট করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।
তিনি আরও বলেন, জোর করে বা কান্নারত অবস্থায় বা এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

error: Content is protected !!

Powered by themekiller.com