Breaking News
Home / Breaking News / প্রথমবারের মত আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে ইসি

প্রথমবারের মত আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে ইসি

অনলাইন ডেস্ক :প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনসার এবং ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। বিতর্ক এড়াতে নিজ এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না আনসার-ভিডিপির কোনো সদস্য।

তফসিল ঘোষণার পরই সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠক করবে ইসি।

সংবিধান বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের শেষ দিকটায়। সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন এবং ভোট কেন্দ্রের তালিকাসহ নির্বাচনী সরঞ্জামের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ৮০ ভাগ কাজ শেষ করে এনেছে ইসি।

তফসিল ঘোষণার পরই শুরু হবে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ প্রায় সাত লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ।

জাতীয় সংসদ নির্বাচনে বরাবরই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করে আনসার এবং ভিডিপি। এবারই প্রথম তাদের প্রায় ৫ লাখ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আগের মতো ৪ দিনের পরিবর্তে ৬ দিনের জন্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পরপরই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ৮ বিভাগের তৃণমূলের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সীমানা পুননির্ধারণের কারণে ২৫টি সংসদীয় আসনের সীমানায় কিছু পরিবর্তন আসায় ভোটকেন্দ্র বেড়ে যাবে। এ কারণে চূড়ান্ত গেজেট প্রকাশে কিছুটা দেরি হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Powered by themekiller.com