Breaking News
Home / Breaking News / নির্বাচনে সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত ও মিয়ানমারের সহযোগিতা চাওয়া হয়েছে’

নির্বাচনে সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত ও মিয়ানমারের সহযোগিতা চাওয়া হয়েছে’

অনলাইন ডেস্ক :আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত ও মিয়ানমারের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

দুপুরে বিজিবি সদর দপ্তরে একথা বলেন তিনি। দেশে আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, মাদক পাচার রোধে যথেষ্ট সতর্ক রয়েছে বিজিবি। তবে নিত্য নতুন পদ্ধতিতে ইয়াবা পাচার হচ্ছে।

এক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশের অভিযান জোরদার করা হয়েছে বলেও আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। অস্ত্র চোরাচালান রোধে তৎপরতা বাড়ানো হয়েছে। অরক্ষিত সীমান্তগুলো রক্ষার্থে মিয়ানমারের সাথে আলোচনা হয়েছে।

Powered by themekiller.com