Breaking News
Home / Breaking News / ১৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে মোটর সাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা অনুমোদন

১৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে মোটর সাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা অনুমোদন

অনলাইন ডেস্ক :মোটর সাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮ এর খসড়ার অনুমোদনের মধ্য দিয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মুক্তিযোদ্ধা রমা চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমি আইন ২০১৮’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব ব্রিফিং-এ জানান বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন ২০১৮ আরো যাচাই বাচাইয়ের জন্য মন্ত্রিসভার ৪ জন প্রকৌশলী মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি ২০২১ সালের মধ্যে ৫ লাখ মোটর সাইকেল রপ্তানি, ২০২৭ সালের মধ্যে ১০ লাখ উৎপাদন এবং ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি অংশীদারের ভিত্তিতে দেশে কারখানা তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

Powered by themekiller.com