Breaking News
Home / Breaking News / সাহিত্য মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাহিত্য মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ষ্টাফ রির্পোটার: ‘শাশ্বত সত্য ও সুন্দরের পথে’ এই শ্লোগানকে ধারণ করে গত বছরের শেষ দিকে আত্মপ্রকাশ করেছিলো শিল্প-সাহিত্যের সংগঠন ‘সাহিত্য মঞ্চ’-এর আহ্বায়ক কমিটি। গতকাল ২২মে, বুধবার এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির আয়োজনে ডাকাতিয়া নদীতে বৈকালিক নৌ-ভ্রমণ ও অলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামি দুই বছরের জন্যে এ কমিটি গঠন করা হয়। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহ্বায়ক দেশ পুরস্কারপ্রাপ্ত লেখক রফিকুজ্জামান রণি পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিককে সভাপতি, কবি ও গল্পকার আশিক বিন রহিমকে সাধারণ সম্পাদক এবং কবি মনিরুজ্জামান বাবলুকে সাংগঠনিক সম্পাদক করে সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য মঞ্চের অন্যতম সুহৃদ ফোকাস মোহনার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাসুদ আলম, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এবং তুখোড় উপস্থাপক এমআর ইসলাম বাবু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক তরুণ সাহিত্যকর্মী।
ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ সভাপতি আসাদুল্লাহ কাহাফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান লিপন, অর্থ বিষয়ক সম্পাদক ওমর ফারুক প্রিন্স, সাহিত্য বিষয়ক সম্পাদক আল-আমিন মিয়াজী, প্রচার সম্পাদক নিঝুম খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক আনিস আরমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুসরাত জেরিন, শিল্প-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারিয়া ফারজানা, শিক্ষা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা লিমা, নারী বিষয়ক সম্পাদক নূরুন্নাহার মুন্নী, সমাজকল্যাণ সম্পাদক আরিয়ান রিয়াদ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার শিল্পী। এছাড়াও কমিটিতে পাঁচজন কার্যকরী সদস্য অর্ন্তভুক্ত করা হয়। এরা হলেন রফিকুজ্জামান রণি, নার্গিস তন্বী, আরিয়ান রিয়াদ, আবু সুফিয়ান ও আল-আমিন, নাজমুস সাকিব প্রমুখ। সবশেষে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন সে জন্যে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।

Powered by themekiller.com