৩০ অক্টোবরের পর যে কোনো দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের জন্য এবার সাত লাখ কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত করছে ইসি।
সোমবার সকালে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলার সময় এই তথ্য জানান।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ১০ কোটি ৪১ লাখ। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে জেলা পর্যায়ে ভোটার তালিকার সিডি পৌছে যাবে বলেও ইসির সচিব জানিয়েছেন।
নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৮০ ভাগ প্রস্তুতি শেষ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।