Breaking News
Home / Breaking News / কক্সবাজারে একই স্কুলের ৪ শিক্ষার্থী ‘নিখোঁজ’

কক্সবাজারে একই স্কুলের ৪ শিক্ষার্থী ‘নিখোঁজ’

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে দাবী করেছে তাদের পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। নিখোঁজ শিক্ষার্থীরা কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও সপ্তম শ্রেনীর ছাত্র।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে দাবী করেছে তাদের পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। নিখোঁজ শিক্ষার্থীরা কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও সপ্তম শ্রেনীর ছাত্র।

জানা যায়, রোববার বিদ্যালয়ের উদ্দেশে বের হয়ে তারা কেউ সোমবার সকাল ৮টা পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। এ কারণে তাদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজরা হলো, শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মৌ জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব, বাস টার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব, একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম এবং বাজারঘাটা এলাকার অ্যাডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন।

নিখোঁজ সাকিবের বাবা ও শাফিনের খালু আকতার কামাল বলেন, দু’জন সকাল ১১টায় বাসটার্মিনাল বাসা থেকে বিদ্যালয়ে যায়। পরে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাইয়েদ নকীবের বাবা মৌ জহির আহমদ বলেন, নকিবের সাথে সর্বশেষ ১১টায় মোবাইলে কথা হয়েছে। প্রাইভেটের টাকা দেয়ার জন্য ৬০০ টাকাও নিয়েছে। ১২টায় স্কুল থাকলেও সে স্কুলে যায়নি।

গালিবের বাবা বলেন, দুপুর ১২টা থেকে তার কোন হদিস নেই।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম বলেন, তারা ৪ জনই রোববার স্কুলে আসেনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই।

Powered by themekiller.com