Breaking News
Home / Breaking News / ২৪ ঘণ্টার মধ্যে নির্দোষ প্রমাণ করতে না পারলে পদ শূণ্য

২৪ ঘণ্টার মধ্যে নির্দোষ প্রমাণ করতে না পারলে পদ শূণ্য

ষ্টাফ রির্পোটারঃ
সদ্য ঘোষিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনেকের নামে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার ভেতরে তা যাচাই-বাছাই করে এই পদগুলো শূন্য ঘোষণা করা হবে।
বুধবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শোভন বলেন, যাদের নিয়ে বিতর্ক হচ্ছে শুধু তারা নয় যারা ছাত্রলীগের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, ২৪ ঘণ্টার মধ্যে তারা যদি নিজেদের নির্দোষ দাবি করতে না পারে তাহলে পদগুলো খালি ঘোষণা করা হবে।
অপর দিকে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে কাজ করছি।

Powered by themekiller.com