Breaking News
Home / Breaking News / পদত্যাগের ঘোষণা দুই ছাত্রলীগ নেতার

পদত্যাগের ঘোষণা দুই ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পর পদত্যাগ করেছেন কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আল মামুন এবং উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে পদ ত্যাগের ঘোষণা দেন আল মামুন। ক্ষোভ প্রকাশ করে আল মামুন লিখেছেন, গত কমিটিতে উপ-সম্পাদক ছিলাম। কার ভেটোতে এই কমিটিতেও উপ-সম্পাদক রেখে অপমান করলেন। সবকিছু আপার কাছে পরিষ্কার করবো। আমি পদত্যাগ করলাম।
বিএম লিপি আক্তারও ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাংকৃতি সম্পাদক থেকে পদত্যাগ করলাম। দয়া করে কেউ আমাকে এই পোস্ট এর পরিচয় দিয়ে লজ্জা দিবেন না আর কেউ অভিনন্দন জানাবেন না।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ছাত্র সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত তালিকা গণমাধ্যমের হাতে পৌঁছায়।
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদের রয়েছেন ৬১ জন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১১ জন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১জন।
ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন আল-আমীন সিদ্দিক সুজন। তার সঙ্গে উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আরো তিনজন।
বিজ্ঞান বিষয়ক সম্পদক সাদুন মোস্তফার সঙ্গে উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরো চারজন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিনুল হক চৌধুরীর সঙ্গে উপ-সম্পাদক হিসেবে রয়েছেন আরো পাঁচজন।
পাঠাগার সম্পাদক হয়েছেন জাভেদ হোসেন। সঙ্গে উপ-সম্পাদক হিসেবে রয়েছেন পাঁচজন।
তথ্য ও গবেষণা সম্পাদক পল্লব কুমার বর্মন। এই কমিটিতে উপ-সম্পাদক হিসেবে হয়েছেন আরো ৩ জন।
তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন শাকিল আহমেদ জুয়েল। তার সঙ্গে উপ-সম্পাদক হিসেবে রয়েছেন আরো পাঁচজন।
ধর্ম বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন। তার সঙ্গে রয়েছেন আরো চারজন উপ-সম্পাদক।
গণশিক্ষা বিষয়ে সম্পাদক হয়েছেন আবদুল্লাহিল বারী। তার সঙ্গে উপ-সম্পাদক হিসেবে রয়েছেন আরো তিনজন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন ইমরান জমাদ্দার। তার সঙ্গে উপ-সম্পাদক হিসেবে রয়েছেন আরো চারজন।
স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক হয়েছেন শাহরিয়ার ফেরদৌস হিমেল। তার সঙ্গে উপ-সম্পাদক হিসেবে রয়েছেন আরো চারজন।
সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আসিফ তালুকদার। তার সঙ্গে রয়েছেন আরো তিনজন উপ-সম্পাদক।

Powered by themekiller.com