Breaking News
Home / Breaking News / জেলা গোয়েন্দা পুলিশ, চাঁদপুর কর্তৃক ইয়াবা (মাদক) সহ ০২ জন আটক

জেলা গোয়েন্দা পুলিশ, চাঁদপুর কর্তৃক ইয়াবা (মাদক) সহ ০২ জন আটক

পুলিশ সুপার, চাঁদপুর এর অদ্য ০৯/০৯/২০১৮খ্রিঃ এসআই/ মোঃ মামুনুর রশিদ সরকার মামুন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে সন্ধা ২১:২০ ঘটিকার সময় সদর থানাধীন পাসপোর্ট অফিস সংলগ্ন মধ্যম তরপুরচন্ডী মেডিসিন পয়েন্ট ওষুধ দোকানের সামনে হতে আসামী (১) রাসেল গাজী, (০২) হাবিব গাজীকে ২০ (বিশ) পিস ইয়াবাসহ আটক করেন।

এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Powered by themekiller.com