Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে প্রথম রমজানের মাগরিবের নামাজ পড়াকে কেন্দ্র করে আহত-১

লক্ষ্মীপুরে প্রথম রমজানের মাগরিবের নামাজ পড়াকে কেন্দ্র করে আহত-১

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে প্রথম রমজানের প্রথম মাগরিরের নামাজ পড়ার সময় একজন আহত হয়। ঘটনাটি সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদে ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহত ইউনুস আলী(৫৫) জানান, মাগরিবের নামাজ পড়ার সময় আমি মসজিদের মুসল্লিদেরকে বলি নামাজের কাতার সোজা হড়ে দাড়ার জন্য। এসময় আমার সাথে রহিমের কথা কাটাকাটি হয়। তারই জের ধরে রহিমের নেতৃত্বে৭- ৮জন আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহত ইউনুস এর বিষয়ে সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তার ঠোঁট এ সিলাই সহ শরীলের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাটি নিয়ে সদর থানা পুলিশ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Powered by themekiller.com