Breaking News
Home / Uncategorized / কচুয়ায় ফণীর আঘাতে দুইজন আহতসহ ৪০টি ঘর বিধ্বস্ত

কচুয়ায় ফণীর আঘাতে দুইজন আহতসহ ৪০টি ঘর বিধ্বস্ত

মফিজুল ইসলাম বাবুলঃ

চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড় ফণীর আঘাতে দুই ব্যক্তি আহতসহ অন্তত ৪০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে টর্নেডো আকৃতির এ ঝড়ে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের দাস বাড়ির জামালের ১টি বসতঘর ও ১টি রান্নাঘর, খায়রুল হকের দুইটি বসতঘর, মুসলিমের ১টি বসতঘর, রাজ্জাকের ১টি বসতঘর, মান্নানের ১টি বসতঘর, দুলালের ১টি বসতঘর, একই গ্রামের সাবানির বাড়ির আবুল কালামের ১টি বসতঘর, বিল্লালের ১টি বসতঘর ও ১টি রান্নাঘর, সাইফুলের ১টি বসতঘর, গফুরের ১টি বসতঘর, গোবিন্দপুর গ্রামের পাটওয়ারী বাড়ির প্রফেসর সিরাজুল ইসলামের ১টি বসতঘর,বেপারী বাড়ির সুমনের ১টি বসতঘর ও ১টি রান্নাঘর,খান বাড়ির দুলুর ১টি বসতঘর ও ১টি রান্নাঘর বিধ্বস্ত হয়। এছাড়াও পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে কয়েকটি বাড়িতে ৪টি বসতঘরসহ উপজেলার বিভিন্ন গ্রামে আরো অন্তত ১৮/১৯টি ঘর বিধ্বস্ত হওয়ার এবং বেশকিছু গাছপালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া যায়। ঘর বিধ্বস্ত হয়ে আহতরা হচ্ছেন, পাড়াগাঁও গ্রামের দাস বাড়ির নুর মোহাম্মদ (২০) ও সাবানির বাড়ির সাইফুল ইসলাম (২৮)
পাড়াগাঁও গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, চাঁদপুর জেলাপরিষদের সদস্য মোঃ সালাউদ্দিন ভূইঁয়া ও স্থানিয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহরিয়ার শাহীন।

Powered by themekiller.com