Home / Uncategorized / চাঁদপুর আবাসিক হোটেলে র‌্যাবের অভিযানে ১০হাজার ২শ ইয়াবাসহ ১রোহিঙ্গা আটক

চাঁদপুর আবাসিক হোটেলে র‌্যাবের অভিযানে ১০হাজার ২শ ইয়াবাসহ ১রোহিঙ্গা আটক

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর শহরে চৌধুরী ঘাট এলাকার তাজমহল আবাসিক হোটেলে র‌্যাবের অভিযানে ১০ হাজার ২শ পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ (কুমিল্লা) সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলে এসে তৃতীয় তলা ২১৬নং রুমে অভিযান চালায়।
এ সময় আব্দুল মোতালেব(২১) নামে এক রোহিঙ্গাকে ১০ হাজার ২শ পিছ ইয়াবাসহ আটক করে। হোটেল ম্যানেজার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মোতালেব নামে এক বর্ডার হোটেলে এসে কক্ষটি ভাড়া নেয়। শুক্রবার রাতের খবর পেয়ে হোটেলে এসে আটককৃত রোহিঙ্গার ছবি দেখায়। পরে ২১৬ নম্বর কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোতালেবকে আটক করে নিয়ে যায়। তারা আটককৃতকে নিয়ে কুমিল্লায় চলে যায়।

error: Content is protected !!

Powered by themekiller.com