Breaking News
Home / Uncategorized / প‌রিসংখ্যান ব্যু‌রোর মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত অাইএমএফ ঘোষণা ক‌রে‌ছে ২০২১ সা‌লের ম‌ধ্যে বাংলা‌দেশ সকল ক্ষে‌ত্রে পা‌কিস্থান থে‌কে এগি‌য়ে যা‌বে : যুগ্ম স‌চিব ডাঃ মোঃ শাহাদাৎ হো‌সেন

প‌রিসংখ্যান ব্যু‌রোর মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত অাইএমএফ ঘোষণা ক‌রে‌ছে ২০২১ সা‌লের ম‌ধ্যে বাংলা‌দেশ সকল ক্ষে‌ত্রে পা‌কিস্থান থে‌কে এগি‌য়ে যা‌বে : যুগ্ম স‌চিব ডাঃ মোঃ শাহাদাৎ হো‌সেন

অ‌ভি‌জিত রায়।। চাঁদপুর জেলার ইমপ্রুভ‌মেন্ট অব জি‌ডি‌পি কম্পাই‌নেশন এন্ড রি‌বে‌জিং অব ই‌ন্ডি‌সেস প্রক‌ল্পের অাওয়তায় সা‌র্ভের মাঠ পর্যা‌য়ে কর্মকর্তা কর্মচারী‌দের তদারকী ও মত‌ বি‌নিময় সভা জেলা প‌রিসংখ্যান ব্যু‌রো অ‌ফি‌সে অনু‌ষ্ঠিত হ‌য়েছে।
২৭ এ‌প্রিল সন্ধ্যায় মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ প‌রিসংখ্যান ব্যু‌রো প‌রিচালক যুগ্ম স‌চিব ডাঃ মোঃ শাহাদাৎ হো‌সেন। তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন,

কৃ‌ষি ক্ষেত্র থে‌কে যে যে জি‌নিস পাই তার মূল্য নির্ধারন ক‌র‌তে সারা‌দে‌শে সা‌র্ভে চল‌ছে। সারা‌দেশ ব্যাপী কৃষক কতৃক উৎপা‌দিত কৃ‌ষি প‌ন্যের ম‌ধ্যে কী প‌রিমান কৃ‌ষি পণ্য বাজা‌রে বি‌ক্রি করা হয় তার স‌ঠিক প‌রিমান সম্প‌র্কিত তথ্য প্রথমবা‌রের ম‌তো নেওয়া হ‌চ্ছে। চাঁদপু‌র জেলার হাইমচর উপ‌জেলা, সদর, মতলব দ‌ক্ষিণ, কচুয়া ও শাহরা‌স্তি উপ‌জেলাগু‌লো‌তে সা‌র্ভে হ‌চ্ছে। জাতীয় জি‌পি‌পি নির্ধার‌নের জন্য কা‌জে অাস‌বে তাই সকল জনগণ‌কে সহ‌যো‌গিতা ক‌রেন।
একমাত্র প্রকার তথ্য যাচাই বাছাই স‌া‌র্ভে ও সংরক্ষণ করা হয়।

তি‌নি অা‌রো ব‌লেন, দে‌শের অর্থ‌নৈ‌তিক অবস্থার ব্যাপক প‌রিবর্তন হ‌য়ে‌ছে। অাইএমএফ ঘোষণা ক‌রে‌ছে ২০২১ সা‌লের ম‌ধ্যে বাংলা‌দেশ সকল ক্ষে‌ত্রে পা‌কিস্থান থে‌কে এগি‌য়ে যা‌বে। যারা অামা‌দের মিচ‌কি‌নের দেশ বল‌তো তারা অাজ অবাক বিস্ম‌য়ে বাংলা‌দে‌শের উন্ন‌তির দি‌কে তা‌কিয়ে র‌য়ে‌ছে। এ দেশ কা‌রো দয়ায় চ‌লে না। অামরা কা‌রো কা‌ছে মাথানত কর‌তে রা‌জি না।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জেলা প‌রিসংখ্যান ব্যু‌রোর উপ প‌রিচালক অাবু খা‌লেদ মোঃ সাইফুল্লা ও প্রশাসন শাখার কর্মকতা মোশারফ হো‌সেন

Powered by themekiller.com