Breaking News
Home / Breaking News / চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়নে মহিলা সমাবেশে ডা.দীপু মনি এমপি- দেশের এই চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আবারো নৌকায় ভোট চাই

চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়নে মহিলা সমাবেশে ডা.দীপু মনি এমপি- দেশের এই চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আবারো নৌকায় ভোট চাই

মিজানুর রহমান: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার সাংসদ আলহাজ্ব ডা.দীপু মনি বলেছেন,নৌকায় ভোট দেওয়ার ফলে আজ দেশে এতো উন্নয়ন।

দেশে এখন আর কেও না খেয়ে থাকে না।বরং এখন সবাই খেয়ে পড়ে সুখে শান্তিতে আছে।সবাই এখন উন্নত জীবন যাপনের চিন্তা করে।বছরের শুরুতে ছেলে মেয়েরা তাদের হাতে বই পাচ্ছে।প্রতিটি মানুষ ঘরে বসেই সব রকমের সূযোগ সূবিধা পাচ্ছে।আগে এক সময় যেখানে নারীদের কোন মূল্যায়ন ছিলো না সেখানে আজ নারীরা প্রতিটা ক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমান সূযোগ সূবিধা পাচ্ছে।আর এসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে।তাই দেশের এই চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

গত ৮ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে পৃথক দুটি মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন,এক সময় আপনারাইতো নদী ভঙ্গনে দিশে হারা হয়ে পড়েছিলেন। কিন্তু আজ সেই নদীর পাড়ে আপনারাই বড় বড় দালান কোটা তৈরী করছেন।শুধু নদী ভাঙ্গনের সমাধানই নয় এক সময় যেখানে এই ইউনিয়নে বিদ্যুৎ রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থার কোন সূযোগ ছিলো না আজ সেখানে প্রায় প্রতিটা ঘরে বিদ্যুৎ রাস্তাঘাট ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন সাধিত হয়েছে।আমি ২০০৮ সালে আপনাদের ধারে ধারে গিয়ে নৌকায় ভোট চেয়ে আপনাদের যে কথা দিয়েছিলাম নির্বাচিত হওয়ার পর আমি আমার কথাগত কথা রেখেছি ।

তাই আমি আশাকরি আগামিতেও আপনারা আমাকে আপনাদের সেবা করবার সূযোগ দিবেন।ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ছালেহা বেগমের সভাপতিত্ব ও সাধারন সম্পদক রুজিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান,সাধারন সম্পাদক আলী এরশাদ মিয়াজী,সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাহিদা বেগম,সাধারন সম্পদক নাহিদ সুলতানা,ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিমুল ইসলাম।

এর আগে ডা,.দীপু মনিএমপি চান্দ্রা স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের হানারচর বনাম চান্দ্রা ইউনিয়ন দলের খেলা উদ্বোধন করেন।পরে চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মধ্য বালিয়া রাস্কার উদ্বোধন করেন।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী ছাইয়্যেদুর রহমানসহ দলীয় অন্যান্য নেতাকর্মিরা এসময় উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com