Breaking News
Home / Breaking News / ভোলায় ১ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ভোলায় ১ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে এক হাজার ৫২০টি ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।
উপজেলার ডাওরী হাট হাই স্কুলের সামনে থেকে শনিবার দুপুরে ফরিদ মাঝিকে (২৮) আটক করা হয় র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মামুন শিকদার জানান।

চরফ্যাশন উপজেলার পূর্ব মাদ্রাজ গ্রামের কাদির মাঝির ছেলে ফরিদকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা মামুন বলেন, ফরিদ কক্সবাজার এলাকা থেকে ইয়াবা কিনে ভোলার বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করত। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ডাওরী হাট হাই স্কুলের সামনে অবস্থান নেয়।

“এ সময় সাইকেলে করে যাওয়ার সময় ফরিদকে আটক করা হয়। পরে তল্লাশি চালনো হলে ফরিদের কাছ থেকে এক হাজার ৫২০টি ইয়াবা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করে বলে মামুন জানান।

error: Content is protected !!

Powered by themekiller.com