Breaking News
Home / Breaking News / ৩০০ আসনেই প্রস্তুতির সঙ্গে মহাজোটেও নির্বাচনে তৈরি জাপা

৩০০ আসনেই প্রস্তুতির সঙ্গে মহাজোটেও নির্বাচনে তৈরি জাপা

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকলেও রাজনৈতিক অবস্থা বিবেচনা করে মহাজোট হিসেবেও নির্বাচনের জন্য তৈরি থাকার কথা জানিয়েছে জাতীয় পার্টি। দলের নেতারা বলেছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হওয়া উচিত।

এক সাক্ষাতকারে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছিলেন বিএনপি’র উপরই তাদের নির্বাচনী কৌশল নির্ভর করবে। বিএনপি নির্বাচনে না এলে এককভাবে, আর এলে মহাজোট হিসেবে নির্বাচন করবে জাতীয় পার্টি। দলের সিনিয়র নেতারা জানালেন, জোট অথবা একক সবভাবে নির্বাচন করতেই প্রস্তুত তারা।

২০১৪’র নির্বাচনে দলের চেয়ারম্যান সিএমএইচে থেকে নির্বাচিত হলেও জাতীয় পার্টি ছিল নির্বাচনকালীন সরকারে। এখন বিরোধীদলে থাকলেও দলের ৩ জন আছেন মন্ত্রিসভায়। জাপা নেতারা জানালেন সংবিধানের পথেই থাকবেন তারা।

শনিবার দলের বর্ধিত সভা। সেখান থেকেই নির্বাচনী যাত্রা শুরু করবে জাতীয় পার্টি।

Powered by themekiller.com