Breaking News
Home / Breaking News / মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্দেহভাজন জঙ্গি নিহত

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্দেহভাজন জঙ্গি নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। উপজেলার কেসি রোডে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রকাশক বাচ্চু হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো নিহত ওই দুই জঙ্গি। এই ঘটনায় আহত হয়েছে পুলিশের তিন সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) জানান, শুক্রবার রাত ২টার দিকে কে সি দাস রোডের শ্রীনগর পুলিশ চেকপোষ্টে জঙ্গিরা হামলা চালায়। এসময় পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হলে দুই জঙ্গি সদস্য কাকা ওরফে শামীম ও এখলাস নিহত হয়। তারা প্রকাশক বাচ্চু হত্যার সাথে জড়িত সরাসরি জড়িত ছিলো। এদের বাড়ি জামালপুর জেলায় বলে জানান তিনি

error: Content is protected !!

Powered by themekiller.com