Breaking News
Home / তথ্যপ্রযুক্তি / ‘চাঁদমুখ’- এর আয়োজনে চাঁদপুরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড-২০১৮

‘চাঁদমুখ’- এর আয়োজনে চাঁদপুরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড-২০১৮

চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় “ভালো কাজ আন্দোলন” স্লোগানে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদমুখ’- এর আয়োজনে চাঁদপুরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড-২০১৮ । ১৪/০৯/২০১৮ ইং তারিখে চাঁদপুর সরকারি কলেজে সকাল ৮ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত নানামুখী কর্মসূচীর মধ্যে দিয়ে এই আয়োজন সম্পন্ন হবে।

কর্মসুচী সমূহঃ
১। অংশগ্রহণকারীদের উপস্থিতিঃ ৮:০০ টা
২। এসেম্বলী ও উদ্বোধনঃ ৮:৩০ মিনিট
৩। অলিম্পিয়াডঃ ৯:০০ থেকে ৯:৫০ মিনিট
৪। প্রশ্নোত্তর পর্ব, কুইজ, আইসিটির সম্ভাবনা নিয়ে আলোচনা এবং বিনোদনঃ ১০:০০ থেকে ১০:৫০ মিনিট
৫। ফলাফল ঘোষনা, পুরষ্কার বিতরণ এবং সমাপনীঃ ১১:০০ থেকে ১:০০ টা

তিনটি গ্রুপে এই অলিম্পিয়াড সম্পন্ন করা হবে।
১। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি – ক গ্রুপ।
২। ৯ম থেকে ১০ম শ্রেণি – খ গ্রুপ।
৩। ১১তম থেকে ১২তম শ্রেণি – গ গ্রুপ।

#আকর্ষণঃ প্রতি গ্রুপে মেধাবী ও সেরা ১৩ জন করে মোট ৩৯ জনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং সনদপত্র ও ক্রেস্টসহ পুরস্কৃত করা হবে।

#রেজিস্ট্রেশনঃ

অনলাইনঃ https://form.jotform.me/82365459922466

অফলাইনঃ
১. চাঁদমুখ কার্যালয়
মিজি আইটি ইনিস্টিটিউট,
৬৯৫, দক্ষিন নাজির পাড়া, চাঁদপুর।
মোবাইলঃ ০১৯২৮-৬৪০১১১

২. সোনালী জুয়েলার্স
সোনালী ব্যাংকের উত্তর পাশে,
চিত্রলেখা মোড়, চাঁদপুর।
মোবাইলঃ ০১৬২৭-৫১০৭৩৫

 

যোগাযোগঃ
১. এইচএম জাকির
সাধারণ সম্পাদক, চাঁদমুখ।
মোবাইলঃ ০১৮১৮-৮৭০৮১১

Powered by themekiller.com