Breaking News
Home / Breaking News / আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর: কাদের

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর: কাদের

আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে বাদ রেখে জাতীয় ঐক্যের কথা বলা হাস্যকর মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা জাতীয় ঐক্য নয়, সাম্প্রদায়িক ঐক্য।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কাদের বলেন, ‘আওয়ামী লীগ আছে, ১৪ দল আছে, জাতীয় পার্টি আছে- সবাইকে বাদ দিয়ে জাতীয় হতে পারে না। এটা হচ্ছে সাম্প্রদায়িক ঐক্য। আওয়ামী লীগকে বাদ দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে।’

‘আপনারা বলুন আওয়ামী লীগের বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় নাকি! সব থেকে বড় দলকে বাদ দিয়ে জাতীয় কোনই ঐক্য আসলে হয় না। তারা সাম্প্রদায়িক করতে যাচ্ছে। এ বিষয়টা তাদের অনেকে বুঝতে পেরে বলেছেন এটা জাতীয় ঐক্য নয় গণতান্ত্রিক ঐক্য! তারা যে নামেই যাক জাতীয় ঐক্য এ শব্দদুটো না ব্যবহার করাই ভালো বলে আমি মনে করি।’

জোটের রাজনীতি প্রসঙ্গে এ নেতা বলেন: ‘প্রতিযোগিতা ভালো। গণতন্ত্র ইলেকশন মানেই তো প্রতিযোগিতা। সেটা হবেই, জোট তো হবেই। নির্বাচন সামনে আমরা আওয়ামী লীগ জোট করছি; বিএনপিতে জোট আছে অন্যান্য দলের জোট আছে। আমার ১৪ দল জাতীয় পার্টির সাথে আলাপ হয়েছে আমরা একসঙ্গে আছি দেশ চালাচ্ছি।’

নির্বাচনকালীন সরকারের আকার প্রসঙ্গে তিনি বলেন: ‘নির্বাচনকালীন সরকার কখন হবে? নির্বাচনকালীন সরকারের আকার কি হবে? এর কেবিনেটে কতজন মন্ত্রী থাকবেন, এটা পুরোপুরি প্রাইম-মিনিস্টার এর উপর নির্ভর করবে।’

২৭ ডিসেম্বর নির্বাচন হতে পারে বলে যে একটা সম্ভবনার কথা শোনা যাচ্ছে তার জবাবে ওবায়দুল কাদের বলেন: ‘এ বিষয়ে আমি কথা বলতে পারি না। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়।’

‘এ বিষয়ে যদি আমরা রাজনীতিবিদরা কথা বলি তাহলে নির্বাচন কমিশন বিব্রত হবে। আমি মনে করি যে যার যার গণ্ডির ভিতরে থাকা উচিত। যে যার যতটুকু কথা বলার দায়িত্ব সে অনুযায়ী কথা বলা উচিত।’

Powered by themekiller.com